English

26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
- Advertisement -

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিয়ে আপত্তি

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের পরবর্তী সিনেমা ‘ইমার্জেন্সি’। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করেছেন এই অভিনেত্রী। আগামী ৬ সেপ্টেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

Advertisements

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমার ট্রেইলার। এরপরই সিনেমাটি নিষিদ্ধের দাবি তুলেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’। এবার অস্ট্রেলিয়ার শিখ কাউন্সিল দাবি করেছে— ‘ইমার্জেন্সি’ প্রোপাগান্ডা সিনেমা।

অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক চলচ্চিত্র প্রদর্শনী ব্র্যান্ড ভিলেজ সিনেমাসকে একটি চিঠি দিয়েছে শিখ কাউন্সিল। তাতে বলা হয়েছে, ‘প্রেক্ষাগৃহে প্রোপাগান্ডা সিনেমার প্রদর্শনী নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সিনেমাটিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বীরত্বপূর্ণ ভূমিকা দেখানো হয়েছে। শিখ সম্প্রদায়কে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অসম্মানজনক এবং ঐতিহাসিক ঘটনাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে।’

Advertisements

অস্ট্রেলিয়াতে শিখ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা করে বলা হয়েছে, ‘এ সিনেমায় শিখ সম্প্রদায়ের নেতা সন্ত জার্নাইল সিং খালসা ভিন্দ্রানওয়ালকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্বেগের জন্ম দিয়েছে। সিনেমাটি প্রদর্শিত হলে অস্ট্রেলিয়ার শিখ এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে এবং শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে।’

‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে আপত্তি তোলার পর বেশ চর্চা চলছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রাণৌত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন