ছোট পর্দার একাধিক দর্শকপ্রিয় নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন ‘ভালোবাসা’ নামের একটি ওয়েব সিরিজে।
কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এর জন্য নির্মিত হচ্ছে চার পর্বের এই সিরিজটি। তবে দেখতে পাবেন দুই বাংলার দর্শকই। মুনতাহা বৃত্তার রচনায় সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
দক্ষ এই নির্মাতা জানান, ‘প্রাথমিকভাবে বলতে গেলে চলচ্চিত্রের আদলেই দর্শকের সামনে ওয়েব সিরিজটি উপস্থাপন করার চেষ্টা করছি। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে নিজেদের গল্পগুলো বলার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।’
মোশাররফ করিম বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি, ভালো লাগছে। গল্পের জন্যই যুক্ত হয়েছি কাজটিতে। গল্পে তিনটি চরিত্র থাকবে। যেখানে মধ্যবয়সী ও বৃদ্ধের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি, দর্শক নতুন কিছু দেখতে পাবেন।’
অভিনেত্রী জাকিয়া বারী মম জানান, ‘ভালো একটা গল্পে কাজ শুরু করতে পেরে অনেক আনন্দিত। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার আলাদা একটা আনন্দ তো রয়েছেই। ওয়েব সিরিজটিতে দুই সময়ের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন