নাসিম রুমি: পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছেন চিত্রনায়ক আলমগীর। গতকাল এই নায়কের কন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন।
যেখানে দেখা গেছে, পবিত্র মক্কার সামনে অবস্থান করছেন তার বাবা আলমগীর। যদিও ছবিতে তার চেহারা দেখানো হয়নি। পেছন দিক থেকে ছবি তোলা হয়েছে। তবে ব্যাক লুক এবং গড়ন দেখে কারও বুঝতে বাকি নেই যে, তিনি নায়ক আলমগীর।
সোশ্যালে কয়েকটি ছবি পোস্ট করে আঁখি আলমগীর লিখেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। মন্তব্যের ঘরে অনেকেই ওমরাহ কবুল হোক বলে প্রার্থনা করেছেন এবং সঙ্গে নিজেদের জন্যেও দোয়া চেয়েছেন।