English

27 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫
- Advertisement -

ওটিটিতে ঐশ্বরিয়ার ৫ সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: বিশ্বের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে এক অনন্য নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রী বলিউডে নিজের দক্ষতা ও সৌন্দর্যের সমন্বয়ে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতীয় চলচ্চিত্রের গৌরব বৃদ্ধি করেছেন। বেশ কিছুদিন ধরে পর্দায় অনুপস্থিত রয়েছেন এই তারকা। তবে এরই মধ্যে ফের ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই সুন্দরীর ৫টি জনপ্রিয় সিনেমা।

অ্যায় দিল হ্যায় মুশকিল

আমাদের বেশিরভাগ সিনেপ্রেমীদের স্মৃতি আটকে আছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সংগীতময় রোমান্টিক ড্রামা ছবিটি করণ জোহর তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। এই ছবিতে ঐশ্বরিয়া ‘সাবা’ চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তার সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা।

ধুম ২

ঐশ্বরিয়া তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এমন কোনো চরিত্র নেই—যেখানে তিনি দক্ষতার ছাপ রাখেননি। এই ডিভা সঞ্জয় গাধভীর ‘ধুম ২: ব্যাক ইন অ্যাকশন’ এই ছবিতে সুনেহরি কৌর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। জনপ্রিয় এই অ্যাকশন থ্রিলারটি যশ রাজ ফিল্মস ব্যানারের অধীনে প্রযোজিত হয়েছিল। ঐশ্বরিয়ার পাশাপাশি এতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং বিপাশা বসু।

মোহাব্বাতেন

যদি কেউ নিজেকে ঐশ্বরিয়া ও শাহরুখ খানের বড় ভক্ত বলে দাবি করেন, কিন্তু হৃদয়বিদারক প্রেমের গল্পের সিনেমা মোহাব্বাতেন দেখেননি, তবে সেটা হবে সত্যিই এক অপরাধের শামিল। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের আগে ঐশ্বরিয়া এই সংগীতময় রোমান্টিক ড্রামায় তার শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন এবং ছবিতে তিনি তার কন্যা মেঘা শংকর চরিত্রে অভিনয় করেছিলেন।

আদিত্য চোপড়া পরিচালিত এ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে আরও ছিলেন বেশ কয়েকজন প্রতিভাবান নবাগত অভিনেতা। তারা হলেন উদয় চোপড়া, শমিতা শেঠি, জুগল হংসরাজ, কিম শর্মা, জিমি শেরগিল এবং প্রীতি ঝাঙ্গিয়ানি।

হাম দিল দে চুকে সানাম

‘হাম দিল দে চুকে সানাম’ সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত একটি ক্ল্যাসিক সিনেমা, যা দিনের যে কোনো সময় উপভোগ করা যায়। এটি এক হৃদয়ছোঁয়া রোমান্টিক চলচ্চিত্র, যেখানে তিন প্রেমিক-প্রেমিকার জটিল সম্পর্ককে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়। ছবিটির গল্পে যখন নায়ক জানতে পারেন যে তার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে, তখন তিনি তাদের পুনর্মিলনের জন্য কোনো চেষ্টাই বাদ রাখেন না। যদিও এটি শুনতে সুখী সমাপ্তির মতো মনে হয়, তবে আসল সমাপ্তি দর্শকের চোখে আনন্দের অশ্রু এনে দেয়। এ সিনেমায় ঐশ্বরিয়ার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও অজয় দেবগন।

কুছ না কহো

২০০৩ সালে ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন একসঙ্গে অভিনয় করেছিলেন রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ‘কুছ না কহো’-তে। সে সময় এই সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এই ছবির মাধ্যমে পরিচালক রোহন সিপ্পির নির্মাতা হিসেবে অভিষেক হয় এবং তিনি এ সিনেমার মাধ্যমে পর্দায় এক অসাধারণ জাদু সৃষ্টি করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন