সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিতের পর এবার ওটিটিতে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। বুধবার নেটফ্লিক্স ইন্ডিয়া এ বিষয়ে ঘোষণা দিয়েছে। ছবিটি নির্মাণ করবেন সুজয় ঘোষ। কেইজো হিগাশিনোর লেখা জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মাকে।
নাম ঠিক না হওয়া ছবিটির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন সুজয় ঘোষ। ছবিটি সম্পর্কে সুজয় জানিয়েছেন, ‘আমার পড়া সেরা প্রেমের গল্প এটি। এই গল্পটি অবলম্বনে সিনেমা তৈরির সুযোগ পেয়ে আমি সম্মানিত। একইসাথে কারিনা, জয়দ্বীপ ও বিজয়ের সঙ্গেও কাজের সুযোগ হচ্ছে। আর কী চাই!’
ছবিটি নিয়ে কারিনা জানান, ‘এরকম অসাধারণ এটি ছবির কাজ শুরু করতে তর সইছে না। ভালো ছবির সব উপাদান এখানে আছে- ভালো গল্প, দূরদর্শী পরিচালক, মেধাবী কলাকুশলী।’