English

21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

ওজন কমানোর রহস্য জানালেন পিয়া

- Advertisements -

জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল গত মাসে মা হয়েছেন। মা হওয়ার তিন সপ্তাহের মধ্যেই ১১ কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়েছেন তিনি।

কৌতূহলবশত অনেকেই পিয়াকে এ বিষয়ে প্রশ্ন করেছেন। নারী দিবসে দেওয়া এক ভিডিও বার্তায় পিয়া নিজেই অবশেষে সে রহস্যের জট খুলেছেন।

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে পিয়া বলেন, এত কম সময়ে ওজন কমানোর বিষয়টা অনেক কঠিন ছিল। আমি নিজেও ভেবেছিলাম  মা হওয়ার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত যে ওজনটা বেড়েছে সেটা থাকবে।

পরে যখন জিমে যাবো সেটা ঠিক হবে। কিন্তু মা হওয়ার তিন সপ্তাহের মধ্যেই আমি ১১ কেজি ওজন কমিয়েছি। এ জন্য আমি নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলেছি। তার মানে এই নয় যে আমি একেবারেই খাওয়া দাওয়া বাদ দিয়েছিলাম। প্রসূতি মা হিসেবে আমার যতটুকু সুষম খাবার খাওয়া প্রয়োজন সেটুকু আমি গ্রহণ করেছি।

পিয়া আরও বলেন, আমি চেয়েছিলাম নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে সেটা সম্ভব হয়নি। সি-সেকশনের মাধ্যমে আমার ছেলে অ্যারেসের জন্ম হয়েছে। তাই আমাকে আরও বেশি সতর্ক থাকতে হয়েছে এবং এখনো সেটা আমি মেনে চলেছি। সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম হলে অনেক জটিলতা থাকে।

অনেকে কিছু মানতে হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত জিমে যাওয়া যায় না। ওজন কমানো আমার জন্য আরও বেশি কঠিন ছিল। তবে আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হইনি। আমি অন্য প্রসূতি মায়েদের বলব ওজন বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন না হতে। নিজের জন্য কতটুকু খাওয়া জরুরি, সন্তানের জন্য কোনটা ভালো সেটার দিকে মনোযোগ দিতে হবে। তাহলে দেখবেন এমনিতে আপনার বাড়তি ওজন ঝরে গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন