English

34 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

ঐশ্বরিয়ার ফোন এলেই চাপে থাকেন অভিষেক!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। মাস কয়েক আগে গুঞ্জন ছড়ায় বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে তারা জানালেন, কোনো দূরত্ব নয় এখনো কাছাকাছি আছেন উভয়েই। অভিষেক স্ত্রীকে এখনো এতটা ভয় পান যে, ঐশ্বরিয়ার ফোন এলে চাপে পড়ে যান।

সম্প্রতি শো-শা রিল অ্যাওয়ার্ডে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। সেই মঞ্চেই তিনি স্ত্রী ঐশ্বরিয়া সম্পর্কে এ কথা বলেন।

অনুষ্ঠানে অর্জুন কাপুরের সঙ্গে অভিষেকের মজার একটি কথপোকথন নজর কেড়েছে সবার। এসময় জুনিয়র বচ্চন অর্জুনকে বিয়ে নিয়ে টিপস দেন। শুধু তাই নয় তিনি জানান, ঐশ্বরিয়া থেকে তিনি ফোন পেলেই ভয় পেয়ে যান। চাপে পড়েন। কিন্তু কেন এমনটা হয়?

এদিন এই অ্যাওয়ার্ডের মঞ্চে অর্জুন কাপুর অভিষেককে জিজ্ঞেস করেন, কে সেই ব্যক্তি যিনি অভিষেককে ‘আমি তোমার সঙ্গে কথা বলতে চাই’ বললেই অভিনেতা চাপে পড়ে যান?

জবাবে অভিনেতা বলেন, ‘তোমার এখনো বিয়ে হয়নি না? যখন হবে তখন তুমি এটার উত্তর পেয়ে যাবে।’ অভিষেকের এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। বলাই বাহুল্য অভিনেতা যে এদিন তার স্ত্রীকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘যখন তুমি তোমার স্ত্রীর থেকে ফোন পাবে আর তাকে বলতে শুনবে যে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তখনই বুঝে যেও যে তুমি বিপদে পড়েছ।’

এদিন সেরা অভিনেতার পুরস্কার হাতে নিয়ে অভিষেক বচ্চন বলেন, ‘এটা আমার প্রথম সেরা অভিনেতার পুরস্কার। আমি সম্মানীয় জুরিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার জন্য। কিন্তু এই ছবিতে আমার গোটা পারফরমেন্সের ক্রেডিট সুজিত সরকারের (পরিচালক)। উনি এই দুর্দান্ত ছবিটি বানিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন