English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

ঐশ্বরিয়ার প্রতি ক্ষোভ ভাবি শ্রীমার, কাটা ঘায়ে ফুলের নুন ছেটা শ্বেতার

- Advertisements -

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে ভাইয়ের স্ত্রী শ্রীমা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন।তিনি বলেছেন, আপনারা ঐশ্বরিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় গিয়ে দেখুন, সেখানে শুধুই তিনি ও তার মেয়ের ছবি। কোথাও আমাদের ছবি শেয়ার করতে দেখেছেন?

শ্রীমার এমন প্রশ্নের উত্তর আগুনে ঘি ঢেলেছে। ঐশ্বরিয়ার ভক্ত-অনুরাগীরা রীতিমতো তাকে কটাক্ষে বিঁধেছেন। তাদের পাল্টা দাবি— ঐশ্বরিয়া এর আগে একাধিকবার পারিবারিক ছবিতে আদিত্য-শ্রীমার ছবি শেয়ার করে নিয়েছেন। তিনি ছবি শেয়ার করে না নিলে কে জানতে পারত— শ্রীমা ঐশ্বরিয়ার ভাইয়ের স্ত্রী?

এবার কি ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে তার ভাইয়ের স্ত্রীও? মঙ্গলবার সকাল থেকে শ্রীমা রাইয়ের ভাইরাল হওয়া একটি পোস্ট সেদিকেই ইঙ্গিত করছে! সম্প্রতি শ্রীমা একটি ছবি সামাজিক যোগযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই ছবিতে তিনি অভিনেত্রীর ভাই আদিত্য রাই, আর শাশুড়ি বৃন্দা রাই রয়েছেন। আর রয়েছে তাদের দুই সন্তান। শ্রীমার শেয়ার করে নেওয়া ছবিতে কোথাও ঐশ্বরিয়া বা তার কন্যা আরাধ্যা বচ্চন নেই। অথচ তারা এখন বৃন্দার কাছেই থাকেন।

এই পোস্ট দেখে বচ্চনবধূর ভক্ত-অনুরাগীরা সরব। তিনিও কি ঐশ্বরিয়াকে ব্রাত্য করেছেন? মন্তব্য বিভাগে প্রশ্ন তাদের। শ্রীমাও প্রচারে আসার এ সুযোগ হারাননি।

এদিকে এই পাঠ মেটাতে না মেটাতেই নতুন পর্ব শুরু। আচমকাই ঐশ্বরিয়ার ননদ শ্বেতা বচ্চন ফুলের তোড়া পাঠিয়েছেন শ্রীমাকে। ঐশ্বরিয়ার ভাইয়ের স্ত্রী সেই সুযোগও হারাননি। সঙ্গে সঙ্গে তিনি ফুলের তোড়ার ছবি শেয়ার করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ধন্যবাদ জানিয়ে শ্রীমা লিখেছেন— ফুলের তোড়া পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ। সেই পোস্ট দেখে ভক্ত-অনুরাগীদের প্রশ্ন— তাহলে ব্যবধান মুছে যাচ্ছে। ফের এক হওয়ার পথে বচ্চন আর রাই পরিবার?

সাবেক বিশ্বসুন্দরীর মা বৃন্দা রাইয়ের জন্মদিন উপলক্ষ্যে ফুলের তোড়া পাঠিয়েছেন শ্বেতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন