English

21 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

ঐশ্বরিয়ার কারণে অভিষেকের বন্ধু হয়েও বিয়ের দাওয়াত পাননি হৃতিক

- Advertisements -

নাসিম রুমি: ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই একে অপরের পরিচিত ঐশ্বরিয়া রাই বচ্চন ও হৃতিক রোশান। একসঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারে অন্যতম দু’টি হিট ছবি-‘ধুম টু’ ও ‘যোধা আকবর’ এ কাজ করেছেন তারা। কিন্তু, হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় হৃতিককে নিমন্ত্রণ জানাননি ঐশ্বরিয়া।

বলিউডে কান পাতলেই এখন চাপা গুঞ্জন। বিচ্ছেদ হতে চলেছে বচ্চন পরিবারে। আলাদা হতে চলেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই। বিভিন্ন সময়ে তাদের সামাজিক মাধ্যমের পোস্ট, আলাদা গাড়িতে যাতায়াত সেই সব জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে।

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকলেও অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়ের খবর এবং ছবিতে সংবাদমাধ্যমের পাতা ভরে গিয়েছিল। সে বছরের অন্যতম চর্চিত বিষয় ছিল তাদের বিয়ে।

ঐশ্বরিয়াকে নিয়ে বর্তমানে জল্পনা তো রয়েছেই, তবে অতীতেও তাকে নিয়ে জল্পনার সুর এবং বিতর্ক কম ওঠেনি। অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরেও বিতর্কে জড়ান ঐশ্বরিয়া। বিতর্ক বাধে ‘ধুম-টু’ ছবির একটি দৃশ্য নিয়ে। ওই ছবিতে হৃতিক রোশান এবং ঐশ্বরিয়ার একটি চুম্বনের দৃশ্য ছিল।

শোনা যায়, সেই দৃশ্য ভালোভাবে নেয়নি বচ্চন পরিবার। কারণ অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে। বিষয়টি নিয়ে ছোটবেলার বন্ধু হৃতিকের ওপর মনোমালিন্য হয়েছিল অনেক অভিষেকের।

এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পান ঐশ্বরিয়া। অতীতে হৃতিকের সঙ্গে ফারহান আখতারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ’জোধা আকবর ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বরিয়া সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না!’ যদিও ওই ভিডিওতে হৃতিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন