English

21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

এ আর রহমানের পথেই হাঁটলেন মেয়ে খাতিজা

- Advertisements -

আলোচিত ছবি স্লামডগ মিলিয়নিয়ারের দশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বোরকা বিতর্কে’ জড়িয়েছিলেন অস্কার জয়ী সুরকার এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান। তবে সেসব এখন অতীত। এবার বাবার পথেই হাঁটলেন তিনি। তামিল সিনেমায় সুর দিতে যাচ্ছেন এ আর কন্যা। খবর হিন্দুস্তান টাইমসের।

খাতিজা এতদিন সংগীত পরিচালনার কাজগুলো খুব কাছ থেকে দেখেছেন। এবার নিজে শুরু করতে যাচ্ছেন। তার প্রতিভায় মুগ্ধ নির্মাতা।

টুইটারে করা পোস্টে খাতিজাকে কাজ করতে দেখা গেছে। পরিচালক হালিথা ক্যাপশনে লেখেন- এমন অনন্য প্রতিভাধরের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। মিনমিনির জন্য (সুর দিচ্ছেন) কাজ করছেন খাতিজা। তিনি কিন্তু দারুণ একজন সুরকার। দারুণ কিছু আসতে যাচ্ছে।

খাতিজা বলেন, গত বছর ভেবেছিলাম আমি কী করতে চাই। আমি গান করছিলাম, আরও অনেক কিছুই করতে চেয়েছিলাম। মনে হচ্ছিল একসঙ্গে অনেক দিকে মনোনিবেশ করছি; কিন্তু কোনোভাবে আমার কাছে এক নারী পরিচালকের পক্ষ থেকে সংগীত পরিচালক হিসেবে কাজের প্রস্তাব আসে।

নিজের চেহারা কখনো প্রকাশ্যে আনেন না খাতিজা। সবসময় নিজেকে বোরকা-হিজাবে ঢেকে রাখেন। বাবার সঙ্গে স্টেজে পারফর্মের সময়ও বোরকা পরে হাজির হন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন