নাসিম রুমি: বলিউডের সংগীত জগতে এ আর রহমান ও সোনু নিগাম এক অনবদ্য জুটি। কিংবদন্তিতুল্য সংগীতজ্ঞ এআর রহমানের সুরে অনেক গান গেয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগাম। তাদের এ জুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। একসঙ্গে তারা ‘সাথিয়া, ‘সাতরঙ্গি রে’র মতো অনেক গান উপহার দিয়েছেন।
এবার সেই অস্কারজয়ী রহমানের গানকে ‘বেকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন সোনু নিগাম। তিনি পরিষ্কার বলেছেন, ‘খারাপ গানকে ভালো বলতে পারব না।’
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জিরো টু ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগম। সেখানে আলাপচারিতায় বলিউড মেগাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’ প্রসঙ্গ ওঠে।
এ সিনেমার প্রসঙ্গ উঠতেই সোনু জানান, ‘যুবরাজ’-এ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। এ সিনেমার গানে সোনুর সঙ্গে এ আর রহমানও কাজ করেছিলেন।
সোনুকে তাই রহমান প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে সোনু বলেন, ‘যুবরাজ সিনেমার গানে আমি আর রহমান দুজনেই কাজ করেছি। এ সিনেমার গান সবগুলোই মোটামুটি, ভালো গান বলা যাবে না।’
সোনু আরও বলেন, ‘এ প্রসঙ্গ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। কারণ আমি মিথ্যা বলতে পারব না। আমি বাজে গানের প্রশংসা করতে পারব না। তিনি আরও বলেন এ আর রহমানের কিছু গান অন্তত আমাকে আনন্দিত করতে পারনি। তিনি পরিচিত মানুষদেরও এড়িয়ে চলেন। এজন্য তার সত্যি কারের বন্ধুর অভাব রয়েছে।