২০২০ সালের শেষ প্রহরে নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রকাশ পেলো প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা রাসেলের গানচিত্র ‘চোখের ভেতর’। নিজের ইউটিউব চ্যানেলে ৩১ ডিসেম্বর রাতে এটি উন্মুক্ত করেন টিনা। জুটি প্রোডাকশনের ব্যানারে এটি প্রকাশ হয়। গানটি প্রকাশের মাধ্যমে নতুন বছরে ছড়িয়ে গেলো প্রেমময় বার্তা।
জুলফিকার রাসেলের গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম।
প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে। সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানটির রেশ ধরে শ্রোতামনে প্রশান্তি ছড়াবে নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’