বানিজ্যের নামেতে ভিন্নরকম শিরোনামের গান। বেশ সুন্দর কথা সুর সংগীতের এই গানটি গেয়েছেন এম.এ. রহিম ও রিভা রানী সাহা। প্রকাশিত হওয়ার অল্প দিনের মধ্যে গানটি ভালোই চলছে৷ এরইমধ্যে গানটি ফেসবুকে অনেক শেয়ারও হয়েছে৷ গানটির প্রযোজক জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক এম আর খান। এটি রেকর্ডিং হয়েছিল এম আর কে মাস মিডিয়া তে৷
গানটির কথা ও সুর করেছেন আতাউর রহমান, সংগীত রি কম্পোজার কে এইচ রিপন। ভিডিও সম্পাদনা হাবিবুর রহমান হাবিবুর রহমান। গানটি প্রকাশ ও ভালো রেসপন্স পাওয়ার অনুভূতি জানিয়ে এম. এ. রহিম ও রিভা রানী সাহা বলেন- ফেসবুকে ও ইউটিউব থেকে ভালোই সাড়া পাচ্ছি।
গানটি শুনে অনেকে শেয়ার করছেন, প্রশংসা করছেন। তাই খুবই ভালোই লাগছে৷ দর্শকদ ও শ্রোতাদের ধীরে ধীরে গানটি শুনছেন, এতেই আমরা অনুঅনুপ্রাণিত হচ্ছি৷ এমন সুন্দর একটি গানের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমার বস, গুরু বিশিষ্ট সংগীত পরিচালক ও শিল্পী এম আর খান।