English

34 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
- Advertisement -

এমা’র মঞ্চে জেনিফার লোপেজ

- Advertisements -

নাসিম রুমি: আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫ (এমা)’র মনোনয়ন সম্প্রতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ আয়োজনে ৩৭টি ক্যাটাগরিতে ভক্তদের ভোটে নির্বাচিত হবেন শিল্পীরা। ২৬ মে লাস ভেগাসের জমকালো অনুষ্ঠানে ঘোষিত হবে বিজয়ীদের নাম।

ওই অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে মঞ্চে থাকবেন পাশ্চাত্য সংগীতের আইকন জেনিফার লোপেজ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানও গাইবেন এ শিল্পী। গত দুবছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এবারের আসরে সর্বাধিক ১০টি মনোনয়ন পেয়ে শীর্ষে অবস্থান করছেন কেন্ড্রিক ল্যামার। পোস্ট মেলোনি পেয়েছেন ৮টি মনোনয়ন। আর ৭টি করে মনোনয়ন পেয়ে তালিকার সেরা পাঁচে রয়েছেন বিলি আইলিশ, চ্যাপেল রোয়ান ও শেবুজি। টেলর সুইফ্ট পেয়েছেন ৬টি মনোনয়ন।

এমার ইতিহাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বাধিক ৪০টি পুরস্কার বিজয়ী এ শিল্পী এবারও ভাঙতে পারেন নিজের রেকর্ড।

প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’র জন্য মনোনীত হয়েছেন আরিয়ানা গ্র্যান্ডি, বিলি আইলিশ, চ্যাপেল রোয়ান, কেন্ড্রিক ল্যামার, পোস্ট মেলোনি, সাবরিনা কার্পেন্টার, টেলর সুইফ্ট প্রমুখ। নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার-এর জন্য মনোনীত শিল্পীরা হলেন বেনসন বুন, চ্যাপেল রোয়ান, শেবুজি প্রমুখ। ‘অ্যালবম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে রয়েছে বেয়ন্সে’র ‘কাউবয় কার্টার’, বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফ্ট’, চ্যাপেল রোয়ানের ‘দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস’, সাবরিনা কার্পেন্টারের ‘শর্ট এন সুইট’, টেলর সুইফ্টের ‘দ্য টর্র্চাড পোয়েট্স ডিপার্টমেন্ট’ প্রভৃতি। ‘সঙ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বেনসন বুনের ‘বিউটিফুল থিংস’, বিলি আইলিশের ‘বার্ডস অব অ্যা ফেদার’, চ্যাপেল রোয়ানের ‘গুডলাক বেবি’, কেন্ড্রিক ল্যামারের ‘নট লাইক আস’, লেডি গাগা ও ব্রুনো মার্সের ‘ডাই উইথ অ্যা স্মাইল’, মর্গান ওয়ালেন ফিচারিং পোস্ট মেলোনির ‘আই হ্যাড সাম হেল্প’, সাবরিনা কার্পেন্টারের ‘এসপ্রেসো’ প্রভৃতি। ফেভারিট মিউজিক ভিডিও’র তালিকায় রয়েছেন বিলি আইলিশ, লিউক কম্বস, মর্গান ওয়ালেন, টেলর সুইফ্ট, জ্যাচ ব্রায়ান। ফেভারিট পপ গায়কের মনোনয়ন পেয়েছেন বেনসন বুন, ব্রুনো মার্স, হোজিয়ার, টেডি সুইম্স, দ্য উইকেন্ড।

সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে ফেভারিট পপ গায়িকা ক্যাটাগরিতে। এ বিভাগে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চ্যাপেল রোয়ান, লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার ও টেলর সুইফ্ট। ফেভারিট পপ অ্যালবাম হিসাবে মনোনয়ন পেয়েছে বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফ্ট’, চ্যাপেল রোয়ানের ‘দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস’, সাবরিনা কার্পেন্টারের ‘শর্ট এন সুইট’, টেলর সুইফ্টের ‘দ্য টর্চার্ড পোয়েট্স ডিপার্টমেন্ট’ প্রভৃতি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন