English

21 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

এবার হুমায়ূনপুত্রের নির্মাণে ‘ওরা তিনজন’

- Advertisements -

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় তারা তিনজন।

এই ত্রয়ীদের পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে এখনও রয়েছে আলোচনা। এই ত্রয়ীদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, তারা তিনজন, তারা তিনজন টি-মাস্টার, তারা তিনজন ঝামেলায় আছে, তারা তিনজন হে পৃথিবী বিদায়, তারা তিনজন ফুচকা বিলাস, আবারো তিনজন, আমরা তিনজন, উড়ে যায় বকপক্ষী।

নাটকগুলো আজও দাগ কাটে দর্শকের হৃদয়ে। তবে দীর্ঘদিন সেই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার সৌভাগ্য হচ্ছে না দর্শকদের। এবার সেই আক্ষেপ ঘুঁচাতে যাচ্ছেন হুমায়ূনপুত্র নুহাশ হ‍ুমায়ূন। ১১ বছর পর তারা তিনজন আসছেন একই চরিত্রে।

নুহাশ হ‍ুমায়ূনের পরিচালনায় নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচ পর্বের ছোট গল্পে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র।

জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে।

এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন