নাসিম রুমি: ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী একের পর এক নতুন লুক দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন। এবার তিনি হাজির হলেন একদম নতুন এক রূপে। সাউথ ইন্ডিয়ান লুকে নিজেকে উপস্থাপন করে আরও একবার নজর কাড়লেন এই অভিনেত্রী। গতকাল বুবলী তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন, যেখানে তাকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন।
ভিডিওতে বুবলীর পরনে ছিল একটি সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল শাড়ি যা তাকে এক অন্য রকম রূপে ফুটিয়ে তুলেছে। বুবলীর এই নতুন লুকটি যেন তার অভিনয় দক্ষতা এবং পরিবর্তনের প্রতি তার কমিটমেন্টকে আরও একবার প্রকাশ করে।
বুবলীর ফেসবুক পেজে পোস্ট হওয়া এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলছেন, “বুবলী সব সময়ই নতুন রূপে সামনে আসেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে।” অন্যদিকে অনেকেই তার সাউথ ইন্ডিয়ান লুকের প্রশংসা করে মন্তব্য করেছেন, “এমন লুকেই তিনি পরিপূর্ণ নায়িকা।”
শবনম বুবলী ঢালিউডে তার মিষ্টি হাসি এবং দারুণ অভিনয় দিয়ে নিজেকে বিশেষ স্থান করে নিয়েছেন। তার প্রতি ভক্তদের ভালোবাসা এবং প্রশংসা যেন দিন দিন আরও বাড়ছে।