এবার ফ্রোজেন ফুডের বিজ্ঞাপনে দেখা যাবে মডেল অভিনেত্রী তানহা তাসনিয়াকে। ইতিমধ্যে বিজ্ঞাপনটির শুটিংও সম্পন্ন হয়েছে। এতে আরও দেখা যাবে মডেল ও অভিনেতা ইমতু রাতিশকে। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তানহা।
আজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে তানহা বলেন, ‘এ কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে। বিজ্ঞাপনটির ডিওপি মিঠু মনিরের সুনিপুণ চিত্রধারণ এবং সানজিদ খান প্রিন্সের পরিচালনায় বেশ ভালোভাবেই ক্যামেরাবন্দী হয়েছে। এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে আশা রাখি।’
তানহা আরও বলেন, ‘বর্তমানে তারামন বিবির জীবনীভিত্তিক ছবির জন্য প্রাথমিক প্রস্তুতি নিচ্ছি। ছবিটির চিত্রনাট্য পড়ে চরিত্রগুলো অনুধাবনের চেষ্টা করছি। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটকের কাজ শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে।’
জানা গেছে, নতুন বছরের প্রথম থেকেই ফ্রোজেন ফুডের বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে।