নাসিম রুমি: ‘পুষ্পা টু’ ছবির আইটেম গানে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। যদিও দর্শকের মনে সংশয় ছিল, সামান্থা রুথ প্রভুর মতো দর্শক মাতাতে পারবেন কিনা!
তবে সেই পরীক্ষায় উৎরে গিয়েছেন শ্রীলীলা। সমাজমাধ্যম খুললেই শুধু তারই ভিডিও। ‘পুষ্পা’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতেছিল দর্শক। তাই শ্রীলীলার ওপরে ছিল প্রত্যাশার বোঝা।
তবে আইটেম সং-এ তিনিও যে পিছিয়ে নেই, তা পর্দায় বুঝিয়ে দিয়েছেন। এবার নতুন খবর হলো, বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তাকে দিয়ে কাজ করানোর তালিকায় উঠে এসেছে বেশ কিছু শীর্ষ প্রযোজনা সংস্থার নাম। সূত্রের খবর, প্রথম বলিউড সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। জানা যায়, প্রাথমিক পর্যায়ের কথাবার্তাও হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
আর শ্রীলীলা তার প্রস্তুতিই নিচ্ছেন এখন। অন্যদিকে, কার্তিক যে আগামীতে করণ জোহরের সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতিমধ্যেই। ধর্ম প্রযোজনা সংস্থার হয়ে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ছবির পরিচালক সমীর বিদওয়ানস। গুঞ্জন রয়েছে, এই সিনেমাতেই কার্তিকের বিপরীতে ‘কিসিক’ কন্যা শ্রীলীলাকে দেখা যাবে।