English

30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
- Advertisement -

এবার বড় পর্দায় হবে বুম্বাদা-রাজকুমারের ‘রেলাবাজি’!

- Advertisements -

নাসিম রুমি: ২০২৫ সালে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে!’

ঠিক ছিল বুম্বাদার ‘রেলাবাজি’ পর্দায় আসতে চলেছে জুনে। ২০শে জুন মুক্তি পেতে চলেছে মালিক। রাজকুমার রাওয়ের ৪০তম জন্মদিনে ছবির পোস্টার রিলিজ করে। ক্যাপশনে লেখেন, ‘মালিক। জন্মেই না হতে পারলেও, তৈরি হয়ে উঠতে পারে’। কিন্তু সেই তারিখ পিছিয়েছে। জুন নয়, জুলাইতে মুক্তি পেতে চলেছে ‘মালিক’। ২০২৫ সালের ১১ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

টিপস ফিল্মস ও নর্দার্ন লাইটস ফিল্মস প্রযোজিত এই ছবিতে বুম্বাদার সঙ্গে থাকছেন রাজকুমার রাও। অভিনেতা একেবারে নতুন রূপে ধরা দেবেন—এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে, যাঁর চোখে-মুখে ফুটে উঠবে এক তীক্ষ্ণ উগ্রতা। অ্যাকশন আর থ্রিলের কমতি থাকবে না, সেটাই ছবির নির্মাতারা আগেভাগেই জানিয়ে দিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন