বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘদিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। চার বছর এক ছাদের নিচে থাকার পর তৃতীয় নারীর অভিযোগে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। পরে এ তারকা জুটির বিচ্ছেদ ঘটে। আর অভিনেতা নাগা চৈতন্য বিচ্ছেদের পরপরই যাকে নিয়ে অভিযোগ সেই অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে ফেলেন। যদিও তাদের দাম্পত্য নিয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা।
সম্প্রতি অভিনেত্রী সামান্থা সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে— ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির হন সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও ছিল একই রঙের ছোঁয়া।
আর এ নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। তাদের ধারণা— এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্থা। অনেকেই তাদের শুভেচ্ছাও জানিয়েছেন।
প্রতিবেদনে আরও জানা গেছে, এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা।