English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

এবার ‘গোয়েন্দা পুলিশ পরিদর্শক’ মোশাররফ করিম

- Advertisements -

নাসিম রুমি: নাটক, ওটিটি এবং সিনেমা- সব মাধ্যমেই সরব মোশাররফ করিম। তার কাজ মানেই আলোচনা। নাটকের পাশাপাশি আসছে ঈদে বড় পর্দাতেও থাকছেন তিনি।

সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমা নিয়ে আসছেন মোশাররফ করিম। এখানে তাকে দেখা যাবে গোয়েন্দা পুলিশ পরিদর্শক অর্থাৎ তদন্ত কর্মকর্তা হিসেবে। থ্রিলার, রহস্যের গল্পের এ সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।

এর আগে ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে সাড়া ফেলেন মোশাররফ করিম। এবার তাকে দেখা যাবে মইনুল চরিত্রে। জানা গেছে, সিনেমাটিতে মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে।

পরিচালক বলেন, ‘আমার সিনেমার গল্পই শক্তি, যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার। ঈদে হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে। সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন স্বাদের হওয়ায় দর্শকেরা গ্রহণ করবেন, আমি আশাবাদী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

গত মাসে সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’ সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে। পরিচালক জানান, কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটি ‘ইউ’ ক্যাটাগরিতে সনদ পেয়েছে। এটি সব বয়সী দর্শক দেখতে পারবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন