‘বেবি বাম্পের’ ছবি নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন নায়িকা শবনম বুবলী। এর মধ্যেই পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত ও গলাভর্তি গয়নায় কনের সাজে হাজির হলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও পাওয়া গেছে আলোচিত এ অভিনেত্রীকে। ফটোশুটের নির্দেশনার দায়িত্বে ছিলেন নাজমুল হাসান। মাস চারেক আগে একটি ফ্যাশন হাউসের জন্য ফটোশুটটি করা হয়েছিল। ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়েছিল। পুরোনো ছবিগুলোই প্রকাশ্যে আনলেন বুবলী।
গত মঙ্গলবার ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন নায়িকা। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী জানিয়েছেন, বিষয়টি কয়েক দিনের মধ্যেই পরিষ্কার করবেন।
বুবলী বলেন, অনুগ্রহ করে সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করবেন না। এটি খুব স্পর্শকাতর একটি বিষয়।সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছুই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি কয়েক দিনের মধ্যেই আপনাদের পরিষ্কার করব। আপনারা ভুল ব্যাখ্যা দেবেন না।’