২০১৬ সালের পবিত্র ঈদুল আযহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এরপর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন।
মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে এবার ঘটছে ছন্দপতন। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।’
শেষ ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।