English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫
- Advertisement -

এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

- Advertisements -

নাসিম রুমি: প্রতি বছরের মত এবছরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইপিএল-২৫’র উদ্বোধনী পর্ব। আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘আইপিএল-২৫’র উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে চোখ ধাঁধানো বিভিন্ন সেগমেন্টে অংশ নেবেন খ্যাতিমান সব তারকারা।

জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এ আয়োজনে উপস্থিত থাকবেন। এ তালিকায় আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’র নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এখানেই শেষ নয় এই আয়োজনে বাড়তি চমক হিসেবে থাকবে বলিউড ভাইজান সালমান খান।

জানা গেছে, শাহরুখ খান তার দল ‘কেকেআর’র সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান মুক্তি অপেক্ষায় থাকা তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। তাইতো এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা, সারা আলি খানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

‘আইপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সাথে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।

‘আইপিএল’র ১৮তম সিজনের শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে। এ সিজনে ১০টি দল গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে। ২৫ মে অনুষ্ঠিত হবে‘আইপিএল’র গ্র্যান্ড ফাইনাল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন