নাসিম রুমি: চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেছেন, এফডিসির সংস্কার চলছে। একটা সময় ছিল শুধু এফডিসি কেন্দ্রিক সিনেমা হতো। এখন ধীরে ধীরে সেটি বিকেন্দ্রীকরণ হচ্ছে। আমি কিছুদিন আগে ফেনীতে এসে গাংচিল সিনেমার পুরো শুটিং করে গেছি।
এখন শুধু ঢাকা কেন্দ্রিকও শুটিং হয় না। সেই কারণে এফডিসির জৌলুস কমে গেছে। কিন্তু চলচ্চিত্রের জৌলুস কমেনি।
বুধবার (৬ মার্চ) ফেনীতে একটি ব্র্যান্ড শোরুমের উদ্বোধনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, চলচ্চিত্রের জৌলুস অক্ষুণ্ণ ও অটুট আছে। এসব সাময়িক উত্থান-পতন। এবার ঈদে আবারও ভালো ভালো সিনেমা আসবে। যা মানুষের হৃদয়ে দাগ কাটবে।
ফেরদৌস আরও বলেন, এতোদিন পর্দার নায়ক ছিলাম, এখন মাঠের নায়ক হতে চাই। মানুষের হৃদয়ের নায়ক হতে চাই। চলচ্চিত্রের উন্নয়নে সংসদে দাঁড়িয়ে কথা বলেছি। যে অনুদান দেওয়া হয় সেটি দিয়ে আরও কাজ করতে হবে।
এ অনুদান দিয়ে যেন ১০-১২টি ভালো সিনেমা হয়, পাশাপাশি সিনেমাগুলো যেন দেশের সুনাম বয়ে আনতে পারে সেটা নিয়ে কাজ করব।
এর আগে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ সময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।