English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

এফডিসিতে নেওয়া হবে না নির্মাতা সোহানের লাশ

- Advertisements -

নাসিম রুমি: সাধারণত কোনো চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী কিংবা সাংবাদিক মারা গেলে মরদেহ এফডিসিতে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানান, স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন ধরে এফডিসিতে এ ধরনের আয়োজনে নেতৃত্ব দিয়েছেন সোহানুর রহমান সোহান। কিন্তু আজ তিনি না ফেরার দেশে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঘুমের মধ্যে মারা গেছেন তিনি। কিন্তু তার মরদেহ এফডিসিতে নিতে রাজি নন তার তিন কন্যা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিচালক কাজী হায়াতের মাধ্যমে সোহানের বড় মেয়ে এই বার্তা পাঠিয়েছেন। ফলে প্রিয় কর্মস্থলে গুণী এই নির্মাতার মরদেহ শেষবারের মতো আর যাচ্ছে না। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইসলামিক রীতি অনুযায়ী পরিচালক সোহানের পরিবার তাড়াতাড়ি মরদেহ দাফন করতে চান। তাই রাতেই মরদেহ টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ভোরে জানাজা শেষে ফজরের পরপরই মরদেহ দাফনের কথা রয়েছে। স্ত্রীর কবরের পাশে শায়িত হবেন সোহানুর রহমান সোহান।

স্ত্রী মারা যাওয়ার একদিন পরই বুধবার (১৩ সেপ্টেম্বর) অনন্তলোকে পাড়ি জমান সোহানুর রহমান সোহান। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর মৃত্যু হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন