English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

এখন থেকে অন্য রকম পোশাক পরব: উরফি

- Advertisements -

অদ্ভুত রকমের পোশাকসহ নানা রকমের মন্তব্য এবং চালচলন নিয়ে সব সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। বিশেষ করে নিত্যনতুন পোশাকের কারণেই তাকে নিয়ে সমালোচনা বেশি হয়।

কখনও তিনি দড়ি দিয়ে, কখনও আবার রাংতা জড়িয়ে খোলামেলা বেশে আসেন জনসম্মুখে। আবার অনেক সময় ব্লেড দিয়ে তৈরি করেছেন পোশাক। এক কথায় তিনি হেঁটেছেন নিয়ম ভাঙার পথে।

কিন্তু এ বার উরফির সুর বদল। হঠাৎ করেই সবার কাছে চাইলেন ক্ষমা। জানালেন, এমন কোনও পোশাকই আর পরবেন না যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়।

শুক্রবার উরফি টুইটে লিখেছেন, ‌‘আমি ক্ষমা চাইছি মানুষের মনে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এ বার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরব, মাফি (ক্ষমা)।’

এর আগে অদ্ভুত পোশাকের কারণে হুমকি, এফআইআর সব ধরনের ঝক্কি পোহাতে হয়েছে উরফিকে। তবে তিনি হাল ছাড়েননি। তবে হঠাৎ কেন তার এমন বোধোদয়, সেই প্রশ্নও তুলছেন অনেকে। কেউ আবার বেমালুম তাজ্জব বনে গেছেন। কেউ খুঁজছেন এমন ঘোষণার নেপথ্য কারণ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন