নাসিম রুমি: সর্বশেষ ২০১২ সালে ‘সন অব সর্দার’ সিনেমায় একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান এবং সঞ্জয় দত্ত। আর তারপর থেকেই ভক্তরা অপেক্ষা করে আসছেন কখন আবার তারা একসঙ্গে বড় পর্দায় ফিরে আসবেন।
কিছুদিন আগে তাদের দুজনের একসঙ্গে একটি গান প্রকাশিত হয়েছে। কিন্তু গানের শুটিংয়ে দেখা যায়, সঞ্জয় দত্ত এবং সালমান খান আলাদাভাবে শুটিং করেছেন। সেই সময় থেকেই ভক্তরা আশায় ছিলেন তাদের নিয়ে।
এটি কোনো বলিউড সিনেমার প্রজেক্ট নয় বরং একটি হলিউড সিনেমার জন্য একসঙ্গে আসছেন সালমান খান এবং সঞ্জয় দত্ত। ১৩ বছর পর আবার তারা একসঙ্গে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন।
সম্প্রতি মিড ডে’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, তারা একসঙ্গে একটি হলিউড থ্রিলার সিনেমার জন্য শুটিং করতে সৌদি আরবে পৌঁছেছেন। ছবিটি একটি বড় বাজেটে তৈরি হচ্ছে। এই থ্রিলার সিনেমায় তাদের দুজনেরই ক্যামিও থাকবে।
সালমান খান ও সঞ্জয় দত্ত বলিউডের একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনয় সবসময়ই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। দুজনকে একসঙ্গে আবার কাজ করতে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে চলবে সিনেমাটির শুটিং।