নাসিম রুমি: টলিউড ইন্ডাস্ট্রিতে একতা নেই, সেলিব্রিটিদের মধ্যে ভাব-ভালোবাসা নেই! এসব গুঞ্জনকে যেন ফিকে করে দিল ‘অযোগ্য’র প্রিমিয়ার৷ সাউথ সিটির আইনক্সে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি দেখতে হাজির হন গোটা টলিউড৷ পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হল ঐতিহাসিক এক ফ্রেম৷ যেখানে দেখা গেল টলিউডের বিগ সুপারস্টারদের৷ এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ, দেব, জিৎ, আবির, সোহমের মতো স্টারেরা৷
ইদানীং টলিপাড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে ছবিকে হিট করার ফর্মূলা সুপারহিট৷ রেষারেষি এড়িয়ে এক হিরো, আরেক হিরোর ছবির প্রচারে যান৷ এমনকী, সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবির প্রশংসাও করেন৷ বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ট্রেন্ডে যেন নিন্দুকদের রটানো সমস্ত শত্রুতার গুঞ্জনকে নিজেরাই উড়িয়েছেন৷
এমনকী, একই দিনে যদি দুই মেগা সিনেমা মুক্তি পায়, তাতেও ঈর্ষা কম, সৌজন্যই বেশি৷ হালফিলের প্রমাণ জিৎ-রুক্মিণীর বুমেরাং ও প্রসেনজিৎ-ঋতুপর্ণার অযোগ্যর রিলিজে দুই টিমের সাক্ষাত ও আড্ডা৷ সেই অযোগ্য ছবির প্রিমিয়ারেই এবার আরও সংযোজন গোটা টলিপাড়া৷ বাবুল সুপ্রিয়, অঙ্কুশ, জীতু কমল, ঐন্দ্রিলা, অপরাজিতা আঢ্যর মতো তারকাদের আলোতে এই স্পেশাল স্ক্রিনিং যেন টলিউডের একতাকে আরও উজ্জ্বল করে তুলল৷