শাপলা মিডিয়া প্রযোজিত জাফর আল মামুন এর পরিচালনায় -এক পশলা বৃষ্টি ” শিরোনামের নতুন একটি ছবির গানে প্লেব্যাক করলেন পড়শী ও বেলাল খান। গানটি লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত করেছেন টিটন মামা। গতকাল গানটির রেকর্ডিং মগবাজারের একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‘আকাশ ছোয়া”।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন- ছবিটির গানের গল্প শুনেই গানটি গেয়েছি। অত্যন্ত চমৎকার একটা গান হয়েছে। আশা করছি গানটি জনপ্রিয়তা পাবে। বেলাল খান বলেন- গানটির কথা সুর দারুণ। এই গানের জন্য ছবিটি দেখতে অনেকে হলমুখী হবে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।
উল্লেখ্য, এক পশলা বৃষ্টি” ছবির শূটিং ২৪ তারিখ থেকে আউটডোরে একটানা শুরু হবে।