English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

এক পর্দায় কবে দেখা যাবে শাহরুখ সালমান আমিরকে?

- Advertisements -

নাসিম রুমি: একসঙ্গে কি দেখা যাবে বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরকে, বহু দিন ধরেই এই প্রশ্ন। শোনা যাচ্ছে, সম্প্রতি এ নিয়ে তিন নায়কের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমির খান নিজেই।

আমিরের কথায়, মাস ছয় আগে শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছিলাম, তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম।

মি. পারফেকশনিস্ট বলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’

আমির আরও বলেন, ‘আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে শাহরুখ ও সালমানকে দেখা যায়। সেখানে দু’জনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান বলেছেন, তিনি নাকি এখনও ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার।

আমির বলেছিলেন, ‘এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম।’ শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি আরও বলেন, ‘অল্পবয়সী অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব!’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন