English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

এক দিনে দুই ছবিতে কোনাল

- Advertisements -

নাসিম রুমি: সংগীত জীবনের সবচেয়ে চমৎকার সময় পার করছেন সময়ের সেরা কণ্ঠশিল্পী কোনাল। এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে জনপ্রিয় আর শ্রোতাপ্রিয় গানের বেশির ভাগ তাঁরই গাওয়া। পরপর তিনটি সুপারহিট ও শ্রোতানন্দিত গান তিনি উপহার দিয়েছেন। এসব গানে তাঁর কো-আর্টিস্ট ইমরান ও বালাম।

সুরমা সুরমা, মেঘের নৌকা এবং ও প্রিয়তমা গান তিনটিকে দেশ-বিদেশের গানপ্রেমীরাও তাদের প্লে লিস্টে জায়গা দিয়েছে। ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম, টিকটকে এসব গানের অসংখ্য কাভার হয়েছে।

ইউটিউবেও এসব গানের ভিউ মিলিয়ন মিলিয়ন পার হয়েছে। এর মধ্যে ও প্রিয়তমা গানটি সবচেয়ে এগিয়ে, মাত্র ৩ মাসে এই গানের ভিউ ১০০ মিলিয়ন ছুঁইছুঁঁই।

সিনেমার গানের অপরির্হায নাম কোনাল। সেই ধারাবাহিকতায় নতুন দুই সিনেমার গানে কণ্ঠ দিলেন। একই দিনে গাওয়া গান দুটি ময়ূরাক্ষী ও আগুনের পাখি সিনেমায় ব্যবহৃত হবে। সম্প্রতি ঢাকার নিকেতনে বাটার কমিউনিকেশনস স্টুডিওতে গান দুটিতে কণ্ঠ দেন তিনি।

পরিচালক এবং ছবি সংশ্লিষ্টরা কোনালের গাওয়া গান দুটির প্রশংসা করেছেন। রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী ও আওয়াল চৌধুরী পরিচালিত আগুনের পাখি সিনেমার গান দুটিতে কোনালের কো-আর্টিস্ট জাহিদ নিরব। একইভাবে তিনি গান দুটির সুরকার-সংগীত পরিচালকও।

প্রথম সিনেমাটির গানের কথা লিখেছেন জাহিদ আকবর, দ্বিতীয়টি রবিউল ইসলাম জীবনের লেখা। কোনাল জানান, পেশাদার গানের জীবনের শুরু থেকেই প্রযোজক, পরিচালক ও সুরকার-সংগীত পরিচালকরা বরাবরই তাঁর প্রতি আস্থা রেখেছেন।

তিনিও প্রন্তরিকভাবে সেই আস্থা ও ভালোবাসার প্রতিদানে গানে গানে দেওয়ার চেষ্টা করছেন। সিনেমার গানের পাশাপাশি নাটকের গান, স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোনাল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন