English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
- Advertisement -

এক কন্যার মা, এখন কেমন চরিত্রে কাজ করবেন দীপিকা?

- Advertisements -

গত বছরের সেপ্টেম্বরে কন্যা সন্তানকে জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশে আনেননি এই অভিনেত্রী।

তবে মা হওয়ার দু মাসের মধ্যেই রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘম এগেইন’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল দীপিকাকে। যদিও সেই সিনেমার শুটিং অনেক আগেই হয়ে গিয়েছিল। কিন্তু এখন মেয়ের জন্মের পর কীভাবে সব দিক বজায় রাখবেন দীপিকা?

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ফোর্বস ৩০/৫০ গ্লোবাল সামিটে উপস্থিত ছিলেন দীপিকা। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে আমি একজন ছোট্ট মেয়ের মা। একজন নতুন মা হিসেবে আমি আমার কাজে ফিরে আসার সময়টা কীভাবে সামাল দেব আমি জানি না।

দীপিকা বলেন, আমি মনে করি আমার মতো হাজার হাজার মা এমন রয়েছেন, যারা সবকিছু খুব সুন্দর ভাবে সামাল দিচ্ছেন। আমিও কোনওরকম অপরাধবোধ ছাড়াই সবকিছু সামলে নিতে পারব। আমি বলছি না যে কোনও সমস্যা হবে না, হয়তো হবে কিন্তু একটা না একটা উপায় ঠিক বের করে নেব।

মাতৃত্বের পর চরিত্র বাছাই করার প্রসঙ্গে রণবীর ঘরণী বলেন, আমার মনে হয় সচেতনভাবে না হলেও অবচেতনভাবে আমি ভবিষ্যতে যে ধরনের সিনেমা বা ভূমিকা বেছে নেব, তার প্রভাব আমার মেয়ের ওপরে অবশ্যই পড়বে, তাই আমি অবশ্যই চেষ্টা করব সচেতনভাবে চরিত্র বাছাই করার। যদিও মা হওয়ার আগেও আমি আমার চরিত্র বাছাই নিয়ে বেশ সচেতন।

প্রসঙ্গত, মা হওয়ার পর আপাতত দীপিকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তবে শোনা যাচ্ছিল, কোরিওগ্রাফার ফারাহ খানের কোরিওগ্রাফিতে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঁঝের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে দীপিকাকে। যদিও এই বিষয় নিয়ে এখনও কথা বলতে শোনা যায়নি কাউকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন