আমি কিছু মানুষ দেখেছি। সম্পর্কে থাকা অবস্থায় অযথা রাগারাগি, আর যখন সম্পর্ক ভেঙ্গে যায় তখন সেই ভাঙ্গন বাঁচাতে একের পর এক পাগলামি। দিশেহারা মানুষটা তখন খেই হারিয়ে ফেলে। কি করা উচিৎ, কি উচিৎ না; সব যেনো এলেমেলো তার কাছে। অথচ সময় ঠিকই সব মানিয়ে নেয় নিজের মতন করে।
সময় এবং প্রকৃতি সত্য মেনে চলে, অসত্যের কোনো জায়গা বেশি দিন তাদের কাছে স্থায়ী নয়। আমার কাছে জীবন সহজ, সুন্দর, সত্য। জীবনটাকে তাই ঝামেলাপূর্ণ রাখাটাই আমার মূলমন্ত্র।
একটু খেয়াল করলেই দেখবেন প্রেম-বিরহ ছাড়া মানুষের জীবনে খুব বেশি অশান্তি আর কিছুতেই নেই। তাই যতোটা দিন একলা চলা সম্ভব, একলা চলতে থাকুন। একাকিত্বেই শান্তি, একাকিত্বেই আপন অস্তিত্ব…
(ফেসবুক থেকে সংগৃহীত)