English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

একই দিনে জয়ার ‘পেয়ারার সুবাস’ ও ‘ভূতপরী’

- Advertisements -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। তার অভিনীত দুটি নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘ভূতপরী’। অন্যদিকে, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নুরুল আলম আতিক নির্মাণ করেছেন ‘পেয়ারার সুবাস’। অন্যদিকে ‘ভূতপরী’ নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, বিষান্তুক প্রমুখ।

পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।’

নতুন বছরের শুরু থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে ‘ভূতপরী’ সিনেমার প্রচার শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’ সিনেমার একটি মোশন পিকচার শেয়ার করে জয়া লেখেন, ‘‘মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!’’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন