প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কলের কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এ নিয়ে আর ভাবতে চান না ঢালিউডের ‘অগ্নি’খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিংয়ে ফিরেছেন। অসমাপ্ত ছবির কাজগুলো আগে শেষ করতে চান তিনি। এরপরই হাত দেবেন নতুন ছবির কাজে। তবে বেছে বেছে কাজ করতে চান তিনি।
প্রতিমন্ত্রীর সঙ্গে অডিও কল ফাঁস হওয়ার সময় ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন মাহি। দেশে ফিরলেও তিনি এ নিয়ে আর আলোচনা করতে চান না। সংবাদমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে মাহি বলেন, ‘ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলব না। অনেক কথা আমিও শুনেছি। যে যেমন বুঝে সে তেমন বলবে। কিছু করার নেই। আমার তো পরিবার আছে। কি রিয়্যাক্ট করতাম তখন! একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামো।’
মাহি আরও বলেন, ‘এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক ফোন আসতো। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করতো। চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।’