নাসিম রুমি: রুপালি পর্দা থেকে বাস্তব জীবনে রাজনীতিতে পা রেখেছেন ফেরদৌস আহমেদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এই নায়ক। ফলে নির্বাচনী কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি।
বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় মুখ ফেরদৌস আহমেদ। টলিউড তারকারা কি ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছেন? এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেতা।
ফেরদৌস বলেন, ‘টলিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে।
২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস। এটি পরিচালনা করেন সুভাষ সেন। একই বছর ল্যাডলী মুখার্জি পরিচালিত ‘সুয়োরানী দুয়োরানী’ সিনেমায় জুটি বাঁধেন তারা। এরপর অসংখ্য সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা-ফেরদৌস।