বলিউডের শোবিজ অঙ্গনের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। অদ্ভুত সাজপোশাকের কারণে আইনি বিপাকেও পড়তে হয়েছে তাকে।
তবে এবার সেই সাজপোশাক নিয়েই নিজের মতামত জানালেন জনপ্রিয় র্যাপার হানি সিং। তার মতে, ‘এটা ২০২৩ সাল। উরফির যা ইচ্ছা তিনি তা-ই পরবেন!’
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হানি সিংহের এখন ব্যস্ত সময়। নেটফ্লিক্সে মুক্তি পাবে তাকে নিয়ে এক তথ্যচিত্র। সেই সঙ্গে আসছে নতুন অ্যালবাম ‘হানি ৩.০’। এর আগে বলিউড ছবি ‘ভুল ভুলাইয়া ২’(২০২২) এবং ‘সেলফি’ (২০২৩)-এর জন্য গান উপহার দিয়েছেন হানি।
তবে বিতর্ক পিছু ছাড়ছে না হানির। সম্প্রতি কথা উঠেছিল, তার গানে নারীবিদ্বেষী মন্তব্য রয়েছে। হানির চটুল গানে মহিলাদের ছোট করে দেখানো হয়েছে, এমনই অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতে হানির জবাব ছিল, সবটাই গানের ভাব অনুযায়ী, ইচ্ছাকৃত নয়। এবার হানি বললেন, ‘এতই যখন বিতর্কিত মতামত আমাকে নিয়ে, মেয়েদের বিয়েতে আমায় পারফর্ম করতে ডাকা হয় কেন?’
এ সময় উরফির প্রসঙ্গ টানেন হানি সিং। বিতর্কিত এই তারকাকে নিয়ে বলেন, ‘যতই বিতর্ক হোক, উরফি নিজে যা মনে করেন তা-ই করেন। তার মতো সাহসী নারী আমি দেখিনি। নিজের মর্জিমতো পোশাক পরার অধিকার তো সবার রয়েছে!’
অনেকের ধারণা হানি সিং যে নারীদের প্রতি বিদ্বেষ রাখেন না, তা বোঝাতেই সাফাই গেয়েছেন উরফির। তার পোশাক রীতিতে করেছেন সমর্থন।