নাসিম রুমি: গেল ঈদে ‘চক্কর ৩০২’ সিনেমায় পুলিশের চরিত্রে হাজির হয়ে সবার মন জয় করেছেন কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম। তবে এবার আর গোয়েন্দা বা পুলিশ নয়, বরং ধরা দিলেন উপস্থাপক হিসেবে। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। ‘সংসার বিষের বড়ি’ নামের সে নাটকে সঞ্চালকের ভূমিকায় হাজির হবেন তিনি।
নাটকের গল্প সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে সংসার জীবনের সুখ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমাদের ভেতরকার কিছু রিপুর কারণে সেই সুখ আমরা খুঁজে পাই না, অথচ সুখের নেয়ামতটা যে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে, সেটা বুঝতে পারি না।’
‘একটি সংসার অবশ্যই বিশ্বাস এবং সম্মানের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। একে অপরের প্রতি সাপোর্ট আর ভালোবাসা থাকা দরকার’-যোগ করেন জনপ্রিয় এই অভিনেতা।
‘সংসার বিষের বড়ি’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে তাসনুভা তিশাকে। নাটকটির গল্প লিখেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
পায়ে অস্ত্রোপচারের কারণে মাঝে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মোশাররফ করিম। তবে সুস্থ হয়ে এখন আবার পুরোদমে কাজ শুরু করেছেন এই অভিনেতা। নাটক, ওটিটি এবং বড়পর্দার বেশকিছু প্রজেক্টের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার।