English

25 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন প্রথম স্ত্রী

- Advertisements -

নাসিম রুমি: ভারতের বর্ষীয়াণ সংগীতশিল্পী উদিত নারায়ণ সংগীত জগতে তার কৃতিত্বের জন্য সুপরিচিত হলেও ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের জন্ম দিয়েছেন।

সম্প্রতি কনসার্টে এক নারীকে চুম্বন করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ মামলা করলেন।

জানা গেছে, রঞ্জনা ঝা মামলা দ্বারা অভিযোগ করেছেন , তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে গত ২২ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজির হন উদিত নারায়ণ। তবে গায়ক নিজেও পাল্টা অভিযোগ এনে দাবি করেছেন, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

তবে এটি প্রথমবার নয়, এর আগেও একই বিষয়ে মামলা হয়েছিল উদিতের বিরুদ্ধে। বিহারের নারী কমিশনেও গায়কের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল, যা তখনই নিষ্পত্তি হয় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে। পূর্বের আদালতের নথি অনুসারে, উদিত নারায়ণ তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা খোরপোশ দিতেন, যা ২০২১ সালে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়।

এছাড়াও, তিনি রঞ্জনাকে কৃষি জমি, ১ কোটি টাকার একটি বাড়ি এবং ২৫ লাখ টাকার গয়না দিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে যে, রঞ্জনা সেই গয়না বিক্রি করে দিয়েছেন। এদিকে আদালতের বাইরে সংবাদমাধ্যমের কাছে রঞ্জনা ঝা অভিযোগ করেন যে, তার স্বামী তাকে উপেক্ষা করছেন এবং তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লাখ টাকা নিজের কাছে রেখে দিয়েছেন।

এছাড়া আরও গুরুতর অভিযোগ হিসেবে তিনি জানান, মুম্বাই গেলে তার পেছনে দুষ্কৃতিকারী পাঠাতেন উদিত নারায়ণ। এই নতুন মামলায় কীভাবে সমাধান আসবে, তা এখনো স্পষ্ট নয়। তবে উদিত নারায়ণের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক আবারও নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেটিজেনদের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন