English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ঈদে জিটিভি’তে বিশেষ নাটক গেম অফ লাইফ

- Advertisements -

ঈদের দ্বিতীয় দিন রাত 9 টায় জিটিভি’তে শফিকুর রহমান শান্তনুর রচনায়, দীপু হাজরার পরিচালনায় বিশেষ নাটক গেম অফ লাইফ। অভিনয়ে আব্দুন নূর সজল, সারিকা সাবরিন,  সমাপ্তি মাসুক, মনি চৌধুরী , সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমূখ।

গল্পে দেখা যায় আবির- শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলির নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই। আংটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ।  আবির মনে করে এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরে র তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে তাতেও কোন লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরনো প্রেমিকাকে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের উপর খেপে গিয়ে বাড়ী ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এ ভাবে চলতে থাকে “গেম অফ লাইফ” এর গল্প। প্রযোজনা জেড এস মাল্টিমিডিয়ার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন