কণ্ঠশিল্পী আবিদা সুলতানা হীরা ঈদে দুটি নতুন গান নিয়ে আসছেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘মা-বাপেরে লাগাই দিবো মাইনসে দেখিলে’ শিরোনামের গানটি নতুন করে কভার করেছেন তিনি। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৬ এপ্রিল) মুক্তি পাবে গানের ভিডিও।
অন্যটি, ম্যাশ আপ যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আবিদা সুলতানা হীরা ও জুয়েল মাহমুদ। দুটি গানেরই সঙ্গীত আয়োজন করেছেন জুয়েল মাহমুদ। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।