English

24 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
- Advertisement -

ঈদের পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র আরভ!

- Advertisements -

নাসিম রুমি: বি-টাউনের তারকা দম্পতি অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার পুত্র আরভ কুমার। সম্প্রতি আরভকে দেখা গিয়েছে অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টিতে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সঙ্গে সঙ্গে সেই ছবি আর ভিডিও সকলের নজর কেড়ে নিয়েছে। সেখান থেকে এবার আলোচনায় অক্ষয়পুত্রের ব্যক্তিগত জীবন।

স্টারকিড হলেও আরভকে সেভাবে প্রচারে দেখা যায় না। সেখানে নিজের ব্যক্তিগত জীবনও গোপন রাখতে চান। তবে সেই হাই-প্রোফাইল পার্টি থেকে পাপারাৎজিদের হাতে একরকম ফেঁসেই গেলেন তিনি। কারণ, তখন তার সঙ্গে দেখা মেলে এক সুন্দরী রহস্যময়ীকে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্টির সেই ছবি ছড়িয়ে পড়তেই আরভের প্রেম নিয়ে তুমুল জল্পনা শুরু। তখন ওই পার্টিতে কালো পোশাকে একেবারে স্টাইলিশ অবতারে দেখা মেলে অক্ষয়পুত্রের। তাদের দুজনকে খোশমেজাজেই দেখা যায় তখন। এমনকি পাপারাৎজিদের দেখে হাসিও দেন তারা। আর তা থেকেই আলোচনা।

এরপর রাত গড়াতেই একসঙ্গে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় আরভ ও তার ওই সঙ্গীকে। দেখা যায়, বের হওয়ার সময় আরভের হাতে ছিল আয়োজকদের থেকে পাওয়া একটা উপহারের ব্যাগ।

বলিউডের অন্যতম বড় অ্যাকশন তারকার পুত্র হওয়া সত্ত্বেও বিনোদন জগৎ থেকে দূরেই থাকেন আরভ। জনসমক্ষেও তাকে খুব একটা দেখা যায় না। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছিলেন, ফিল্মের তুলনায় ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিই বেশি আগ্রহ রয়েছে তার পুত্রের। অক্ষয় বলেছিলেন, ‘টুইঙ্কল আর আমি যেভাবে আরভকে মানুষ করেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। ও খুবই সরল-সাধারণ একটা ছেলে। কোনও কিছু করার জন্য আমরা ওর উপর কখনও জোর করিনি। ফ্যাশনে ওর আগ্রহ রয়েছে। ও আসলে সিনেমা জগতের অংশ হতে চায় না।’

আরভের স্বাধীন আর মুক্ত স্বভাবের বিষয়েও কথা বলেছেন ‘হেরা ফেরি’ তারকা। অক্ষয়ের কথায়, ‘নিজের জামাকাপড় নিজেই কাচাধোওয়া করে ও। আর খুব ভাল রান্নাও করতে পারে। এমনকী বাসনও মাজতে পারে। আর দামি দামি জামাকাপড় কিনতে চায় না একেবারেই।’

তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে কোন রহস্যময়ী সুন্দরীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন এই স্টার-কিড, সেটা জানার জন্যই আপাতত মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাদের মধ্যে কি কোনও প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হচ্ছে, না কি তারা শুধুই বন্ধু, সেটা শুধু সময়ই বলতে পারে!

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন