English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন পূজা চেরী

- Advertisements -

সকাল থেকেই পূজার নাম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবলিত একটি প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকাটি ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা) কমিটির, এমনটি বোঝানো হয়েছে। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরীর নাম!

তবে ওই তালিকা বা কমিটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাইরাল ওই তালিকায় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় পূজা চেরীর (অমুসলিম শাখা) নাম। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়, আমি সাধারণত কোনো রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে  মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত, এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না, এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে।এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এমন কোনো রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

সর্বশেষ নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা।

আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন