বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় যুগের সাক্ষী ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তারা একসাথে অভিনয় করেছেন বহু সুপারহিট চলচ্চিত্রে, যার ফলে বাংলা চলচ্চিত্রপ্রেমীরা তাদের অভিনয়ের মুগ্ধ ভক্ত হয়ে উঠেছিল। ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জনা অভিনীত ‘পরিণীতা’ চলচ্চিত্রটি ছিল এক স্মরণীয় মুহূর্ত।
এ সিনেমায় তাদের কেমিস্ট্রি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল
এ দুই তারকার অভিনীত কিছু জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ষড়যন্ত্র’, ‘অন্ধবধূ’, ‘ডাকু ও দরবেশ’, ‘বিষ কন্যার প্রেম’, ‘বিধাতা’, ‘রক্তের বাঁধন’, ‘প্রতিরোধ’, ‘খুনি’, ‘প্রেমের সমাধি’, ‘অভিযান’, ‘হুঁশিয়ার’, ‘মোহনা’, ‘বউ কথা কও’, ‘বিক্রম’, ‘লালু সর্দার’, ‘দরবার’ ও ‘প্রতিদ্বন্দ্বী’।