English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ইমনের গান অস্কারে যাচ্ছে

- Advertisements -

নাসিম রুমি: ভারতে এখন সেরা গায়িকাদের অন্যতম কলকাতার বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী। টালিউডের বিভিন্ন ছবিতে আবহ সংগীতশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। ভক্তদের উপহার দিয়েছেন বহু গান। এবার ইমন ভক্তদের জন্য সুখবর! সিনেমায় গাওয়া তার একটি গান এবার শামিল হলো অস্কার দৌড়ে!

শুধু তাই নয়, সেখানে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শেরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে চলছে যাচাই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত বেঁছে নেয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। এরই মধ্য দিয়ে প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখার্জির ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়।

এতবড় খবর জানার পর নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন ইমন। একটি রিয়্যালিটি শো-এর সেটে যখন তিনি ব্যস্ত, তখন এই খবর পান তিনি। ইমনের কথায়, ‘বিষয়টি আমি এখনও হজম করে উঠতে পারছি না। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’

তবে অস্কার পেতে যাচ্ছেন কি না, প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন