দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। খুব শিগগির তিনি প্রকাশ করবেন ‘তুমি অনেক দামি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এটির সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন আরমান।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মারুফ রহমান। এটি প্রকাশ হবে শিল্পীর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে ইভা বলেন, “অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করবো। ‘তুমি অনেক দামি’ গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করবো।” ২০০৪ সালে ইভা গানের জগতে আসেন।