ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন ১২-র গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন পবনদীপ রাজন। তিনি দেশটির উত্তরাখণ্ডের বাসিন্দা। আর প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুণিতা কাঞ্জিলাল ও সায়লি কাম্বলে।
দেশটির স্থানীয় সময় রাত ১২টায় এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে ৬ জন প্রতিযোগী জায়গা করে নিয়েছিলেন। পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ, নীহাল তাউড়া, সন্মুখাপ্রিয়া।
ভারতের স্বাধীনতা দিবসের দিন ১২ ঘণ্টা ধরে চলে গ্র্যান্ড ফিনাল। এদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা। তালে, সুরে, নাচে, গানে, উৎসবে মেতে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ।
সব লড়াই শেষে ট্রফি ওঠে পাহাড়ের পবনদীপের হাতেই। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লাখ টাকার পুরস্কারমূল্য জিতে নেন সুরের জাদুকর। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।