শনিবার প্রথম ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি প্রকাশ করে ইনস্টাগ্রামের ভক্তদের হ্যালো জানিয়েছেন অভিনেত্রী।
রবিবার (১২ ফেব্রুয়ারি) জিনাত একটি দীর্ঘ নোট লিখে নিজের আরেকটি ছবি আপলোড করেছেন ভক্তদের উদ্দেশ্যে। অভিনেত্রী তার নোটে লিখেছেন, ‘সত্তরের দশকে ফিল্ম এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একেবারেই পুরুষের আধিপত্য ছিল এবং আমি প্রায়ই সেটে একমাত্র নারী হিসেবে থাকতাম। আমার কর্মজীবনে আমি অনেক প্রতিভাবান পুরুষের সঙ্গে কাজ করেছি। অনেকের ক্যামেরায় নিজেকে বন্দি করেছি।’
ইনস্টাগ্রাম পরিবারের পক্ষ থেকেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জিনাত। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি শুধু জিনাত আমান নয়, এটি বিখ্যাত জিনাত আমান।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘খুব, খুব উষ্ণ স্বাগতম জানাই! আপনাকে অনেক মিস করেছি!’ অপর এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ইনস্টাগ্রাম জগতে স্বাগতম কিংবদন্তি। আমরা তোমাকে ভালোবাসি!’