English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে মাহি-নিলয়

- Advertisements -

নাসিম রুমি: বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। এ সময়ের প্রথম সারির অধিকাংশ টিভি অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। আপাতত তার ধ্যান-জ্ঞান কেবলই অভিনয়।

সামিরা খান মাহি অভিনীত ‘বিয়ে করব সিলেট’ নাটকটি এখন বাংলাদেশ অংশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এটি পরিচালনা করেছেন মহিন খান। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। এ পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৬২ লাখের বেশি।

নিজের অভিনীত নাটকের এই সাফল্যে আনন্দিত মাহি। অভিব্যক্তি প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। অনেকটা সময় পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকই নয়, চলতি মাসে আরো কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শকদের সাড়া পেয়েছি।’

নাটকটিতে সিলেটের মেয়ে নীলা চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে, হয়েছেও তাই।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন